বন্যায় বিপর্যস্ত পাকিস্তানের পাশে দাঁড়াতে আহ্বান জাতিসংঘের

ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তান। ইতোমধ্যে বন্যার পানিতে দেশটির এক-তৃতীয়াংশ এলাকা পানিতে সম্পূর্ণ তলিয়ে গেছে। পাকিস্তানের জলবায়ু মন্ত্রী শেরি রেহমান জানান, বিধ্বংসী আকস্মিক এ বন্যায় ভেসে গেছে রাস্তা, বাড়িঘর ও ফসল। ভয়াবহ বিপর্যয়ের মুখে দেশটির বেলুচিস্তান, সিন্ধু, পাঞ্জাব (দক্ষিণ) ও খাইবার প্রদেশের বন্যাকবলিত লাখ লাখ মানুষ। এলাকার বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে বসতবাড়ি ছেড়ে যাচ্ছেন। এ বিপর্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে দেশটির সরকার।

এদিকে, জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বন্যার ভয়াবহতায় বিপর্যস্ত পাকিস্তানের পাশে দাঁড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। দুর্গতদের সহায়তায় ১৬০ মিলিয়ন ডলারের তহবিল গঠনের কথাও জানিয়েছেন তিনি। তিনি জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়ে বলেন, যেকোনো দেশই শিকার হতে পারে প্রাকৃতিক দুর্যোগের। জলবায়ু সংকটের কেন্দ্রে রয়েছে দক্ষিণ এশিয়া এমন মন্তব্যও করেন জাতিসংঘ মহাসচিব।

আগামী সপ্তাহে বন্যা কবলিত পাকিস্তান সফরে যাবেন অ্যান্তনিও গুতেরেস। চলতি বছরের জুন মাসে পাকিস্তানে বর্ষা মৌসুম শুরুর পর থেকে এখন পর্যন্ত এক হাজার ১৩৬ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত ৩ কোটি ৩০ লাখের বেশি। গত এক দশকের মধ্যে দেশটিতে এত ভারী বর্ষণ আর হয়নি।পাকিস্তানের দূর্গতদের সহায়তায় জাতিসংঘের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

সূত্র: আনাদোলু এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *