সেই দ্বৈরথ আর দেখা যায় না! স্প্যানিশ লা লিগায় ক্রিশ্চিয়ানো রোনালদো যখন রিয়াল মাদ্রিদে ছিলেন, লিওনেল মেসি বার্সেলোনায়। বিশ্বসেরা দুই ফুটবলারকে তাই নিয়মিতই মুখোমুখি লড়াইয়ে দেখা যেতো। বার্সা ছেড়ে মেসি গেছেন পিএসজিতে। রোনালদো জুভেন্টাস কিংবা ম্যানচেস্টার ইউনাইটেডে থাকলেও দেখা হওয়ার সুযোগ ছিল ইউরোপিয়ান ক্লাবের লড়াইয়ে। কিন্তু এখন সেই সম্ভাবনা নেই বললেই চলে।
রোনালদো যে নাম লিখিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে। তার মানে কি মেসি-রোনালদো দ্বৈরথ অসম্ভব হয়ে গেলো? আর কখনও মুখোমুখি লড়াইয়ে দেখা যাবে না ফুটবলের দুই জীবন্ত কিংবদন্তিকে? সমর্থকদের জন্য সুখবর। চলতি বছরের ১৯ জানুয়ারিই সেই ‘অপ্রত্যাশিত’ দ্বৈরথ দেখা যেতে পারে। মেসির পিএসজি সৌদি আরবে যাওয়ার কথা প্রীতি ম্যাচ খেলতে।
আর সেই প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে আল হিলাল আর আল নাসের ক্লাব মিলিয়ে তৈরি করা একাদশ। নিশ্চিত করেছেন সাংবাদিক আশরাফ বেন আয়াদ। শুক্রবার আল নাসেরে যোগ দিয়েছেন রোনালদো। তাই এই ক্লাব থেকে খেলোয়াড় নিয়ে একাদশ গড়লে তাতে রোনালদোর থাকা প্রায় নিশ্চিত। সেটা হলে হয়তো শেষবারের মতো দুই বিশ্বতারকাকে লড়তে দেখা যাবে ফুটবল মাঠে। এখন ম্যাচটা চূড়ান্ত হলেই হয়!
সূত্র: মার্কা