প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিদ্যানন্দের এক টাকার বাজার

পাহাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে প্রবারণার আনন্দ পৌঁছে দিতে বিদ্যানন্দ আয়োজন করেছে ‘এক টাকায় প্রবারণা বাজার’। শনিবার (৮ অক্টোবর) সকালে রাঙ্গামাটি রাজবনবিহারে এ আয়োজনের উদ্বোধন করেন চাকমা সার্কেল চিফ রাজা দেবাশীষ রায়। প্রায় এক হাজার বৌদ্ধ ধর্মাবলম্বী সুবিধাবঞ্চিত মানুষ এক টাকার বিনিময়ে এখান থেকে বাজার করেন। নতুন কাপড়ের পাশাপাশি প্রতি পরিবারের জন্য ২৪টি ডিম ও মিষ্টিমুখের ব্যবস্থা করেছে বিদ্যানন্দ।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠান মানবাধিকার কর্মী নিরূপা দেওয়ান, রাজবনবিহার পরিচালনা পরিষদের সেক্রেটারি অমিয় খিসা প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজা দেবাশীষ রায় বলেন, করোনার সময়ে বিদ্যানন্দ যেভাবে পাহাড়সহ সারাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছে তা জাতি কখনও ভুলবে না। তারা কোনো ধরনের বিদেশি অনুদান ছাড়া শুধুমাত্র বাংলাদেশের নাগরিকদের টাকায় যেভাবে মানুষের সেবা করে যাচ্ছে তা অভাবনীয়। অতীতের মতো ভবিষ্যতেও চাকমা সার্কেল বিদ্যানন্দের ভাল কাজের সঙ্গে থাকবে।

হাটে প্রবারণা উপলক্ষে স্টলে সারি সারি থামি, লুঙি, ধুতি, টপস, ফ্রক, শার্ট, জুতা ও শীতের কাপড় সাজানো হয়েছে। মানুষ এক টাকা দিয়ে নিজের পছন্দ মতো কাপড় পছন্দ করে ক্রয় করছেন। এছাড়াও প্রতি পরিবার দুই ডজন করে ডিম পাচ্ছেন যেটি সম্প্রতি চালু হওয়া বিদ্যানন্দের পাহাড়ে পুষ্টি প্রোগ্রামের অন্তর্ভুক্ত। অনুষ্ঠানে আগত সব মানুষের জন্য মিষ্টিমুখের ব্যবস্থা করেছে বিদ্যানন্দ।

এর আগে করোনার সময় বিদ্যানন্দ সারাদেশে সাত লক্ষাধিক পরিবারে এক মাসের খাদ্য সহায়তা দিয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য অংশ পাহাড়ের। সম্প্রতি পাহাড়ের অপুষ্টিতে ভোগা জনসাধারণ বিশেষ করে মা ও শিশুদের জন্য বিদ্যানন্দ চালু করেছে পুষ্টি প্রোগ্রাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *