ম্যাগদা লিনেট ২৯ বারের চেষ্টায় কোনোদিন গ্র্যান্ড স্লামের তৃতীয় রাউন্ড পেরোতে পারেননি। সেই তিনি এবার সেমিফাইনালে জায়গা করে নিলেন! অস্ট্রেলিয়ান ওপেন স্বপ্নের মতোই লাগছে এই পোলিশের। শেষ আটে বিশ্বের চার নম্বর ক্যারোলিন গার্সিয়াকে হারান। ওই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে দুটি গ্র্যান্ড স্লামের ফাইনাল খেলা ক্যারোলিনা প্লিসকোভাবে হারালেন বুধবার।
সাবেক এক নম্বরের বিপক্ষে ৬-৩, ৭-৫ গেমে জিতে প্রথমবার কোনো গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে লিনেট। ৩০ বছর বয়সী এই টেনিস খেলোয়াড় বললেন, ‘আমি আবেগে ভাসছি। আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না। সত্যিই স্বপ্ন সত্যি হলো। আমি খুবই কৃতজ্ঞ এবং সুখী। আমি এটা কোনোদিন ভুলবো না, সারাজীবন আমার সঙ্গে থাকবে।’