পোল্যান্ডে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া

পোল্যান্ডে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছে রাশিয়া। শনিবার পোল্যান্ডের তেল সংস্থা এ তথ্য জানিয়েছে। পোল্যান্ডের বৃহত্তম তেল কোম্পানি পিকেএন অরলিনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড্যানিয়েল ওবাজটেক বলেছেন, রাশিয়া থেকে দ্রুজবা পাইপলাইনের মাধ্যমে তেল আসা বন্ধ হয়ে গেছে। টুইটারে পোস্ট করে ওবাজটেক বলেছেন, ‘আমরা কার্যকরভাবে সরবরাহ সুরক্ষিত করছি। রাশিয়া পোল্যান্ডে সরবরাহ বন্ধ করেছে, যার জন্য আমরা প্রস্তুত।’

অরলিন জানিয়েছে, তারা সরবারেরহ বিকল্প ব্যবস্থা করেছে। রাশিয়া তেল সরবরাহ বন্ধ করে দেওয়ায় ভোক্তা পর্যায়ে কোনও প্রভাব পড়বে না। দ্রুজবা পাইপলাইন দিয়ে পোল্যান্ড এবং জার্মানি, সেইসাথে হাঙ্গেরি, চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়াতে তেল সরবরাহ করা হয়। তেল সরবরাহ নিশ্চিতের জন্য এই পাইপলাইনটিকে ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

সূত্র: ব্লুমবার্গ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *