ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আবারও সমালোচনায়। এবার তিনি পেলের শেষকৃত্যে গিয়ে সৌজন্য বহির্ভূত কাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন অনেকে। ঘটনার সূত্রপাত শেষশ্রদ্ধা নিবেদন করতে গতকাল সান্তোসের মাঠ ভিলা বেলমিরোতে নেওয়া হয়েছিল পেলের কফিন। পেলেকে শেষবারের মতো দেখার সুযোগ করে দিতে কফিনের ঢাকনা খুলে রাখা হয়েছিল। সেই কফিনের সামনেই হঠাৎ নিজের মুঠোফোনটি বের করে তুললেন ইনফান্তিনো সেলফি তোলেন।
ইনফান্তিনো সেলফি তোলার একটু পর সেখানে এক ব্যক্তি এসে দাঁড়ান। ইনফান্তিনোর সঙ্গে সেলফি তোলার জন্য মুঠোফোন বের করেছিলেন তিনি। কিন্তু ওই ব্যক্তিকে সেলফি তুলতে দেওয়া হয়নি। ইনফান্তিনো এরপর পেলের স্ত্রী মার্সিয়া ও ছেলে এদিনিওকে সমবেদনা জানান। আর সেই ঘটনাতেই সমালোচনা ছড়িয়ে পড়েছে নানা মাধ্যমে।