পুঠিয়া প্রতিনিধি : পুঠিয়ার বাজারের মধ্যে শিশু কন্যার সামনে বাবাকে পিটিয়ে আহত করার ঘটনা ঘটেছে । জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত ব্যক্তির নাম রাজু আহম্মেদ (৪০)। তিনি পুঠিয়া উপজেলার ধোপাপাড়া বাজার এলাকার মৃত আব্দুল হামেদ এর পুত্র। গত বুধবার ( ২৪ আগস্ট ) সকাল ১১ টার দিকে লাল চাঁদের চা দোকানের সামনে এ ঘটনা ঘটে।
আহত রাজু আহম্মেদ এর মাধ্যমে জানা যায়, দীর্ঘদিন থেকে জমি সংক্রান্তে বাবুল হোসেন (সম্পর্কে ভাই) এর সাথে ঝামেলা চলছিল । তার জেরধরে বুধবার সকালে বাবুলের ছেলে রনি (২০) ও প্রতিবেশী আব্দুল হান্নানের ছেলে শান্ত (২১) প্রকাশ্যে বাজারে আমার ছোট মেয়ের সামনে লাঠি ও রড় দিয়ে পিটিয়েছে তারা । এ সময় আশেপাশের লোকজন আমাকে উদ্ধার করে । প্রত্যক্ষদর্শী আব্দুস সালাম বলেন, ভুক্তভোগি রাজু আহম্মেদের তার মেয়ে কে প্রতিদিন বাজারের কাছে বিদ্যালয়ের পৌঁছে দিতে যান । সেই দিন বাজারের কাছে রাজু কে পেয়ে রনি ও সান্ত নামের দুটি ছেলে রাজুর পেছন থেকে মারধর শুরু করে । মারধর দেখে মেয়ে হয়ে চিৎকার শুরু করে।
সে সময় বাজারের লোকজন এগিয়ে তাকে উদ্ধার করে । এ ঘটনায় ভুক্তভোগি পরিবার থানায় অভিযোগ দিয়েছেন । এদিকে মারধরের সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে থানার র্ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) সোহরাওয়াদী হোসেন বলেন, পারিবারিক বিষয় নিয়ে রাজু নামের এক ব্যাক্তিকে মারধর করা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগি পরিবারের পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দিয়েছেন। আমরা অভিযুক্তকে আটক করতে চেষ্টা করছি।