পিরোজপুরে হাসপাতালে ১১ ডেঙ্গু রোগী ভর্তি

পিরোজপুরে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১ জন। এ নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়াল ৩১ জনে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল পর্যন্ত জেলায় ৩২৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ২৯৩ জন। পিরোজপুরের সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মৌসুমে ডেঙ্গু রোগীর সংখ্যা একটু বেশিই বেড়েছে। তাদের চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছেন আমাদের জেলার বিভিন্ন উপজেলার চিকিৎসকরা।

হঠাৎ রোগীর সংখ্যা বৃদ্ধির কারণ জানতে চাইলে তিনি বলেন, যে সব উপজেলায় জেলার বাইরে থেকে লোক আসে সে সব এলাকায় সংক্রমণের পরিমাণ বেশি। বিশেষ করে আক্রান্ত রোগীর অধিকাংশ ঢাকা থেকে আক্রান্ত হয়ে পিরোজপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। নেছারাবাদ উপজেলায় যার সংখ্যা সবচেয়ে বেশি। রোগীর সংখ্যা বাড়ায় এরই মধ্যে একটি ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *