‘পাঠান’ সিনেমার গানে বিরাটের নাচে মুগ্ধ বাদশা

মাঠে দাঁড়িয়ে নিজের দলের অন্যান্যদের সঙ্গে কথা বলার মাঝেই শাহরুখের ‘পাঠান’ সিনেমার ‘ঝুমে জো পাঠান’ গানের তালে নৃত্য শুরু করেন বিরাট কোহলি। এই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। টুইটারে ছড়িয়ে পড়া সেই ভিডিও শেয়ার করে এক ভক্ত তা কিং খানকে মেনশন করেছেন।

পাশাপাশি ‘আস্ক শাহরুখ’ সেশনে বিরাট কোহলির নাচের ভিডিও দেখিয়ে বলিউড বাদশার অভিমত জানতে চেয়েছেন এক ভক্ত। শাহরুখ এতে কিছুটা রম্য করে লিখেছেন, ‘তারা আমার চেয়ে ভালো নাচছেন। রবীন্দ্র জাদেজার কাছে শিখতে হবে!’ শাহরুখের এমন মন্তব্যে বোঝা যাচ্ছে, তিনি কোহলির নৃত্যে বেশ মুগ্ধ হয়েছেন। শাহরুখের এমন জবাবের সঙ্গে সঙ্গে কমেন্টটি প্রায় ৪৪ হাজার মানুষ দেখেছেন। শুধু তা-ই নয় এতে লাইক দিয়েছেন ৪,২০০ জনের বেশি। উল্লেখ্য, ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে শাহরুখ-দীপিকা অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘পাঠান’। এখনও সিনেমাটি বক্স অফিস কাঁপিয়ে বেড়াচ্ছে।

যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের চার নম্বর সিনেমা ‘পাঠান’। এর আগে প্রযোজনা সংস্থা ‘এক থা টাইগার’, ‘ওয়ার’-এর মতো স্পাই সিনেমা নির্মাণ করেছেন। সেই তালিকায় নতুন সংযোজন ‘পাঠান’। সিনেমার বিশেষজ্ঞরা আশা করছেন ‘পাঠান’ এমন রেকর্ড গড়বে যা এরপর আর অতিক্রম করা অন্য সিনেমার পক্ষে অসম্ভব হয়ে পড়বে। মুক্তির দিন থেকে এখনও তুমুল আলোচনায় ‘পাঠান’। শাহরুখ ভক্তরা মন ভরে উপভোগ করছেন এই সিনেমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *