পাকিস্তানের পারমাণবিক অস্ত্রভাণ্ডার নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তার দাবি, বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশের তালিকায় পাকিস্তানের নাম থাকবে। কারণ ইসলামাবাদের হাতে যে পারমাণবিক অস্ত্রভাণ্ডার আছে, তাতে কোনও নিয়ন্ত্রণ নেই।শুক্রবার ডেমোক্রেটিক কংগ্রেসনাল ক্যাম্পেইন কমিটি রিসেপশনে একাধিক বিদেশি রাষ্ট্র নিয়ে মুখ খোলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। এ সময় উঠে আসে পাকিস্তানের প্রসঙ্গও।
টেলিভিশন বিজ্ঞানী বিল নাই এবং ফ্যাশন ডিজাইনার টম ফোর্ড-সহ দর্শকদের উদ্দেশ্যে ভাষণের সময় বাইডেন বলেন, “আমার মনে হয়, বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ হল পাকিস্তান। সে দেশের হাতে নিয়ন্ত্রণহীন পারমাণবিক অস্ত্র আছে।” সূত্র: ডন