কৃষ্ণ সাগর থেকে রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্র ফেরাতে এবার মিত্রদের কাছে নেভাল-ড্রোন চাইলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনের দাবি, সমুদ্র পথে চালানো রুশ হামলা ঠেকাতে ইউক্রেনের ১০০ ড্রোন চাই। যার প্রত্যেকটির মূল ২ লাখ ৭৪ হাজার মার্কিন ডলার। এ জন্য তহবিল গঠনেও নেমে পড়েছেন জেলেনস্কি।
এক টেলিগ্রাম পোস্টে জেলেনস্কি বলেছেন, ‘আমরা আমাদের জলসীমা ও সাগর রক্ষা করবো এবং রাশিয়ার জাহাজ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র থেকে শান্তিপূর্ণ শহরগুলো রক্ষার ব্যবস্থা নেবো।’ তিনি ওই পোস্টে আরও বলেন, ‘এছাড়াও নেভাল ড্রোন শস্যবাহী বেসামরিক জাহাজ চলাচলের পথকে অবরোধ থেকে মুক্ত করবে।’ ইউক্রেনের দাবি, এ পর্যন্ত রাশিয়া সাড়ে চার হাজার ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এরমধ্যে সাগর থেকে ছোড়া হয়েছে এক পঞ্চমাংশ ড্রোন।
সূত্র: আল জাজিরা