ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে হুমকি দিয়ে রাখলেন মাতিও কোভাসিচ! ক্রোয়াট মিডফিল্ডার জানালেন, সেলেসাওদের বিপক্ষে শারীরিক এবং কৌশলগত দুইভাবেই চড়াও হবেন তারা। কোভাসিচ খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতে। প্রিমিয়ার লিগে ফুটবলারদের কঠিন ফিজিক্যাল (শারীরিক) চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় মনে করিয়ে দিলেন তিনি।
নেইমারদের একপ্রকার হুমকিই দিলেন এই মিডফিল্ডার। তিনি বলেন, ‘আমরা প্রিমিয়ার লিগের ম্যাচে খুব কঠিন শারীরিক খেলা খেলে অভ্যস্ত। ব্রাজিলের বিপক্ষেও আমরা সেটা দেখাতে চাই।’ কোভাসিচ যোগ করেন, ‘আমরা আমাদের কৌশলগত গুণ তো দেখাবই। তবে প্রতিটি লড়াইয়ে, প্রতিবার বল দখলের জন্য আমরা শারীরিক সক্ষমতাও দেখাব।’ আগামীকাল (শুক্রবার) এডুকেশন সিটি স্টেডিয়ামে সেমিফাইনালে নাম খেলানোর লড়াইয়ে মুখোমুখি ব্রাজিল আর ক্রোয়েশিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়।