দারুণ শুরুর পরও টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশের মেয়েরা। এ নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা ১৩ ম্যাচ হারল টাইগ্রেসরা। বিপরীতে টানা দুই জয়ে শ্রীলঙ্কার মেয়েরা ছুটছে দারুণ গতিতে। প্রথমে ব্যাট করতে নেমেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশের মেয়েরা। ওপেনার মুর্শিদা খাতুন ফিরেছেন শূন্য রানে। বাকি তিন টপ অর্ডার হাল ধরার চেষ্টা করেছেন। তবে মিডল ও লোয়ার অর্ডার ছিল একেবারে ছন্নছাড়া।
সবমিলিয়ে ৮ উইকেট হারিয়ে ২০ ওভারে টাইগ্রেসরা তুলতে পেরেছিল মাত্র ১২৬ রানে। মাঝারি টার্গেটে খেলতে নেমে শ্রীলঙ্কার ওপেনার হারশিথা সামারা বিক্রমার দৃঢ়তার সামনে টিকতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ৫০ বলে ৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন এই লঙ্কান ওপেনার। ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেটি নিয়েছেন বাংলাদেশের বোলার মারুফা আক্তার। তবে তাতে শেষরক্ষা হয়নি। নিলাক্ষী ডি সিলভার ব্যাটে ৪১ রানের ইনিংসে মাত্র ৩ উইকেট হারিয়ে জয় পায় লঙ্কানরা।