নাটোর প্রতিনিধি : নাটোরের নলডাঙ্গা উপজেলায় ধর্ষণচেষ্টার মামলায় পৌর কাউন্সিলর আবু বক্করকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার নাটোর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবু বক্কর আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কোর্ট পুলিশ পরিদর্শক মাহফুজা বেগম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, নলডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু বক্কর তার দ্বিতীয় স্ত্রীর বাড়িতে নির্যাতিত গৃহবধূকে ডেকে ধর্ষণচেষ্টা করেন।এ সময় গৃহবধূ কৌশলে পালিয়ে বাড়িতে গিয়ে স্বামীকে ঘটনা জানান। ১৯ মার্চ রোববার রাত ৯ টার দিকে গৃহবধূর স্বামী বাদী হয়ে কাউন্সিলর আবু বক্করকে আসামি করে থানায় মামলা করেন।