নাটোরে আঞ্চলিক ইজতেমায় জুমার নামাজে মুসল্লির ঢল

নাটোর প্রতিনিধি : নাটোরে ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমায় জুমার নামাজে মুসল্লিদের ঢল নেমেছে। ইজতেমার দ্বিতীয় দিন জুমার নামাজে অংশ নেন নাটোর জেলার ও আশেপাশের জেলাগুলোর হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি।  শুক্রবার (৬ জানুয়ারি) দুপুরে শহরের মারকাজ জামে মসজিদ সংলগ্ন তেবাড়িয়া এলাকার ইজতেমা মাঠে জুমার নামাজ অনুষ্ঠিত হয়। এদিকে ইজতেমার মাঠে জুমার নামাজকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

অন্যদিকে জুমার নামাজ আদায় করতে সকাল থেকেই নাটোর জেলার আশপাশের হাজার হাজার মুসল্লি দল বেধে আসতে থাকেন। জুমার নামাজে সাধারণ মুসল্লি­র পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ প্রশাসনের লোকজন অংশ নেন। পরে জুমার নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এর আগে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।

আঞ্চলিক এ ইজতেমায় মক্কা, মদিনা, সুদান, মরক্কো, ইন্দোনেশিয়া ও ভারত থেকে প্রায় ৫০/৬০ জন অংশ নিয়েছেন। জানা গেছে, তিন দিনব্যাপী ইজতেমায় ৮টি খিত্তায় প্রায় ৫০ হাজার মুসল্লির সমাগম হবে। ১ নম্বর খিত্তায় সিংড়া, ২ নম্বর গুরুদাসপুর, ৩ নম্বর লালপুর, ৪ নম্বর বড়াইগ্রাম, ৫ নম্বর বনপাড়া, ৬ নম্বর নলডাঙ্গা, ৭ নম্বর সদর ইউনিয়ন এবং ৮ নম্বর সদর পৌরসভা রয়েছে।

ইজতেমার আয়োজক কমিটির সদস্য মো.শাহাদৎ হোসেন পাপ্পু বলেন, নাটোরে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা দ্বিতীয় দিনে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আল্লাহপাকের রহমতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (৭ জানুয়ারি) দুপুর ১২টায় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে তিন দিনব্যাপী নাটোরের আঞ্চলিক ইজতেমা শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *