তেলের দাম বাড়ায় রেকর্ড লাভ সৌদি কোম্পানির

রেকর্ড লাভের কথা ঘোষণা করেছে সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকো। ২০২২ সালে কোম্পানিটি ১৬১ দশমিক ১ বিলিয়ন ডলার লাভ করেছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় ফুলেফেঁপে উঠেছে সৌদির এই কোম্পানি। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের তুলনায় তেল কোম্পানিটির লাভ বেড়েছে ৪৬ দশমিক ৫ শতাংশ। গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলার পর যেসব কোম্পানি লাভের কথা জানিয়েছে তাদের মধ্যে এটি অন্যতম এর আগে মার্কিন এক্সকন মোবিল ৫৫ দমমিক ৭ বিলিয়ন ডলার ও ব্রিটেন শেল ৩৯ দশমিক ৯ বিলিয়ন ডলার লাভের কথা জানায়।

২০২২ সালের শেষ প্রন্তিকের ১৯ দশমিক ৫ বিলিয়ন ডলারের লভ্যাংশ চলতি বছরের প্রথম প্রান্তিকে পরিশোধ করার কথাও জানিয়েছে আরামকো। তবে এসব লভ্যাংশের বেশির ভাগ অর্থই সৌদি সরকারের কাছে যাবে। কারণ কোম্পানিটির ৯৫ শতাংশ শেয়ার সরকারের। বর্তমানে প্রতি ব্যারেল ক্রুড অয়েল বিক্রি হচ্ছে ৮২ ডলারে। যদিও গত বছরে মার্চে মূল্য বেড়ে ১২০ ডলার ছাড়িয়ে গিয়েছিল।

এর আগে এক প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে রেকর্ড লাভ করেছে ব্রিটিশ তেল-গ্যাস কোম্পানি ‘শেল’। ইউক্রেনে রাশিয়ার হামলার পর জ্বালানির মূল্য বেড়ে যাওয়ায় কোম্পানিটি এমন মুনাফার কথা জানায়। ২০২২ সালে ৩৯ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার বা ৩২ দশমিক দুই বিলিয়ন পাউন্ড লাভ করেছে, যা কোম্পানিটির ১১৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *