বিবাহ বিচ্ছেদের পর অধিকাংশ মানুষকেই নানা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। অনেকেই কটু মন্তব্য করেন। সুযোগসন্ধানীদের ভিড় জমে যায় আশেপাশে। এ নিয়ে সোচ্চার হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। বিবাহ বিচ্ছেদের মতো তিক্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে তাকেও। ফেসবুকে এক স্ট্যাটাসে সম্প্রতি তিনি লিখেছেন, “আমাদের আশপাশের কিছু মানুষ মনে করে, যদি কেউ তালাকপ্রাপ্ত হয়, তাহলে তারা ‘অ্যাভেইলেবল’। না বন্ধু, বিবাহবিচ্ছেদ তার স্ট্যান্ডার্ড মোটেও নিচে নামায় না’’।
শবনম ফারিয়া মনে করেন, বিবাহবিচ্ছেদ খুবই স্বাভাবিক প্রক্রিয়া, এমনটা কোনো মেয়ের সঙ্গে ঘটলে তিনি তার যোগ্যতা অনুযায়ী সঙ্গী পেতে পারেন। ফারিয়া বলেন, ‘‘এমনকি যদি সে তালাকপ্রাপ্তও হয় সে এমন কাউকে খুঁজে পেতে পারে যে তার স্ট্যান্ডার্ড ধারণ করে। এমন একজন যোগ্য মানুষ পেতে পারে যে তার পাশে দাঁড়াবে। যোগ্যতা মানে শিক্ষা, পারিবারিক ব্যাকগ্রাউন্ড, আয়, চেহারা, উচ্চতা সব কিছুই। তাই কাউকে ভুল ভাইব দেওয়ার আগে সাবধান থেকো’’।