তানোর সংবাদদাতা : রাজশাহীর তানোরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন নিয়োগপ্রাপ্ত ৩০ জন শিক্ষক কে বরন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালের দিকে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী-১ আসনের সংসদ এমপি ওমর ফারুক চৌধুরী। প্রাথমিক শিক্ষা অফিসার সানাউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।
ভাইস চেয়ারম্যান কৃষকলীগের সাধারন সম্পাদক আবু বাক্কার সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার। অতিথি ছিলেন, পাচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, চান্দুড়িয়া ইউপির চেয়ারম্যান মজিবর রহমান, কামারগাঁ ইউপির চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদ, বাধাইড় ইউপির চেয়ারম্যান আতাউর রহমান, তালন্দ ইউপির চেয়ারম্যান নাজিম উদ্দিন বাবু, উপজেলা আওয়ামীলীগ নেতা জিল্লুর রহমান, আবু সাইদ সরকার, পৌর আওয়ামীলীগ নেতা ওয়াজির হাসান প্রতাপ সরকার প্রমুখ।