সারাদেশে বিভিন্ন জেলা থেকে বাংলাদেশ পুলিশের ১৪৬ জন কনস্টেবলকে একযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বদলি করা হয়েছে। বুধবার (১৭ আগস্ট) পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি পার্সোনাল ম্যানেজমেন্ট-৩) মো. মাহবুবুল করিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। বৃহস্পতিবার (১৮ আগস্ট) পুলিশ সদর দপ্তর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
প্রজ্ঞাপনে ১৪৭ জন কনস্টেবলকে বদলির আদেশ দেওয়া হয়েছে। তাদের মধ্যে নাটোর জেলা পুলিশের একজনকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে। বাকি সবাইকে ঢাকায় বদলি করা হয়েছে।আদেশে প্রত্যেককে ৩০ আগস্টের মধ্যে নিজ নিজ কাজ বুঝিয়ে দিয়ে কর্মস্থল ত্যাগ করতে বলা হয়েছে। এর ব্যত্যয় হলে ৩১ আগস্ট তাদের স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেওয়া হয়েছে।
বদলি হওয়া কনস্টেবলদের তালিকা দেখতে ক্লিক করুন এখানে