জ্বালানি তেলের দাম কমলো পাকিস্তানে

জনসাধারণকে স্বস্তি দিতে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। আগামী দুই সপ্তাহের জন্য প্রতি লিটার পেট্রলে পাঁচ রুপি কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। দেশটিতে এখন পেট্রলের দাম দাঁড়িয়েছে লিটারপ্রতি ২৬৭ রুপি। খবর জিও নিউজের।

এক বিবৃতিতে পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার বলেন, আগামী সমন্বয় পর্যন্ত ডিজেলের দাম ২৮০ রুপিই থাকবে।

অর্থমন্ত্রী জানান, লাইট ডিজেলের দাম ১২ রুপি কমিয়ে লিটারপ্রতি ১৮৪ দশমিক ৬৮ রুপি নির্ধারণ করা হয়েছে। তাছাড়া কেরোসিনের দাম লিটারপ্রতি ১৫ রুপি কমিয়ে ১৮৭ দশমিক ৭৩ করা হয়েছে। সরকারের নেওয়া এই পদক্ষেপ কার্যকর হবে ১ মার্চ থেকে যা, একই মাসের ১৫ তারিখ পর্যন্ত স্থায়ী হবে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমায় জনসাধারণের কথা মাথায় রেখে পাকিস্তান কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

যদিও এরই মধ্যে মূল্যস্ফীতি বেড়ে সেখানে আকাশচুম্বী হয়েছে। বেড়েছে মানুষের জীবনযাত্রার ব্যয়। তাই সরকার তেলের দাম কমালেও এখনো তা সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে রয়েছে। তাছাড়া, গত দুই সপ্তাহে ডলারের বিপরীতে কিছুটা শক্তিশালী হয়েছে পাকিস্তানি রুপি। এতে জ্বালানি আমাদানিতে ব্যয়ও কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *