জোড়া আত্মঘাতি গোলে স্বস্তির জয় লিভারপুলের

লিভারপুলের বিপক্ষে তিনটি গোলই দিয়েছে লেস্টার সিটি। কিন্তু দুর্ভাগ্য তাদের, এর মধ্যে দুটি গোলই যে জড়িয়ে দিয়েছে নিজেদের জালে! তাও একজনের পা থেকেই আত্মঘাতি গোল দুটি হজম করতে হলো লেস্টার সিটিকে। যে কারণে শুরুতে এগিয়ে গিয়েও ২-১ ব্যবধানে লিভারপুলের কাছে হারতে হলো লেস্টার সিটিকে।

লেস্টার সিটির বেলজিয়ান ডিফেন্ডার উওট ফায়েস একাই দু’বার নিজেদের জালে বল জড়িয়ে দেন। লিভারপুল স্ট্রাইকারদের আক্রমণ ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেয়ার অনেক ঘটনা আছে; কিন্তু একজন ফুটবলারের দু’বার নিজের জালে বল জড়িয়ে দেয়ার ঘটনা খুবই কম।

ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে অবশ্য ফায়েস একা নন, তার আগে আরও তিনজন নিজেদের জালে জোড়া আত্মঘাতি গোল করেছেন। তিনি হলেন চতুর্থ ফুটবলার। মাত্র ৭ মিনিটের ব্যবধানে ফায়েস এই দুটি আত্মঘাতি গোল করেন। লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে খেলতে নেমেই স্বাগতিকদের বিপক্ষে ম্যাচের ৪র্থ মিনিটেই লেস্টার সিটিকে এগিয়ে দেন কিয়েরনান দেসবারি হল। কিন্তু এই লিড তারা আর ধরে রাখতে পারেনি ৩৮ ও ৪৫তম মিনিটে উওট ফায়েসের জোড়া আত্মঘাতি গোলের কারণে।

এই জয়ের ফলে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ৬ষ্ঠ স্থানে অবস্থান করছে লিভারপুল। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ২৮। চতুর্থ স্থানে থাকা টটেনহ্যামের চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে তারা। ১৬ ম্যাচে টটেনহ্যামের পয়েন্ট ৩০। ১৫ ম্যাচে ২৯ পয়েন্ট ম্যানইউর। ১৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে রয়েছে লেস্টার সিটি। মৌসুমে এ নিয়ে ১০ম পরাজয় হলো তাদের। ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল।

ম্যাচের পর লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ বলেন, ‘ম্যাচে যে ফল হয়েছে তা আমাদের চেষ্টার ফলেই এসেছে। এর কৃতিত্বের দাবিদার আমরাই।’ বাজে একটি মৌসুম শুরুর পর এ নিয়ে টানা চারটি ম্যাচে জয় পেয়েছে লিভারপুল।তবে খেলায় যে কিছু ভুল ছিল সেটা স্বীকার করেছেন লিভারপুল কোচ। তিনি বলেন, ‘আমরা সঠিক সময়ে এসে ভুল করে বল হারিয়েছি। একটা সময় পুরো খেলা উন্মুক্ত হয়ে পড়েছিলো। আমাদের প্রয়োজন ছিল খেলার ফল নিজেদের আয়ত্বে আনা। পরের ম্যাচে ব্রেন্টফোর্ডের বিপক্ষে আমাদের অবশ্যই ভালো খেলতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *