ক্যামেরন-কেরির ব্যাটে অস্ট্রেলিয়ার জয়

ক্যামেরন গ্রিন ও অ্যালেক্স ক্যারির দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ে সিরিজ শুরু অস্ট্রেলিয়ার। মঙ্গলবার অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের কেয়ার্নসের কাজালি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হয় স্বাগতিকরা। অস্ট্রেলিয়া সফরে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১০ রানেই ওপেনার মার্টিন গাপটিলের উইকেট হারায় নিউজিল্যান্ড।

এরপর ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন ও ড্রারেল মিচেলের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৩ উইকেটে ১৭৯ রান করে নিউজিল্যান্ড। এরপর মাত্র ৫৩ রানের ব্যবধানে ৬ উইকেট হারানোয় শেষ পর্যন্ত ২৩২/৯ রানে ইনিংস গুটাতে হয় কিউইদের। টার্গেট তাড়া করতে নেমে ৫৪ রানে অ্যারন ফিঞ্চ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, ডেভিড ওয়ার্নার ও মার্কাস স্টয়নিসের উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যায় অস্ট্রেলিয়া।

ষষ্ঠ উইকেটে দলকে খেলায় ফেরান অ্যালেক্স ক্যোরি ও ক্যামেরন গ্রিন। তারা ১৬৩ বলে ১৫৮ রানের অনবদ্য জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। জয়ের জন্য শেষদিকে ৬৫ বলে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল মাত্র ৩১ রান। খেলার এমন অবস্থায় মাত্র ৫ রানের ব্যবধানে অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্কের উইকেট হারিয়ে ফের চাপের মধ্যে পড়ে যায় অস্ট্রেলিয়া।

ক্যামেরন গ্রিনের দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৩০ বল হাতে রেখেই ২ উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া। দলের জয়ে ৯৯ বলে ৮টি চার আর এক ছক্কায় ৮৫ রান করে ফেরেন অ্যালেক্স ক্যারি। ৯২ বলে ১০ চার আর এক ছক্কায় ৮৯ রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ক্যামেরন গ্রিন। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিক অস্ট্রেলিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *