দেশের কোন কোন জেলায় বুধবার (১৫ মার্চ) থেকে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাতের প্রবল শঙ্কা রয়েছে, তা জানিয়েছে বাংলাদেশে ধান গবেষণা ইনিস্টিউট (ব্রি)।
ব্রির পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ১৫-১৯ মার্চ দেশের অনেক জেলায় কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাতের প্রবল শঙ্কা রয়েছে। ১৫ মার্চ সিলেট ও ময়মনসিংহ বিভাগে বৃষ্টি শুরু হয়ে ২১ মার্চ দুপুর পর্যন্ত বৃষ্টি হতে পারে।
ওই সপ্তাহে দেশের কোনো কোনো জেলায় ১৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ৭০ মিলিমিটার বৃষ্টি হওয়ার কারণে রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলোতে চাষিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন।