ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনারের পলিটিক্যাল কাউন্সিলর ব্রেটলির সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল উপস্থিত রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।