বিরাগী মন
মৌসুমী খাতুন
আমার সৌন্দর্য্যের মায়ায় পরোনা
আমি বিষাক্ত হেমলক( ধুতুরা),
যার প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে বিষ সঞ্চালিত হয়
তাই আমার থেকে দূরে থাকাই শ্রেয়।
আমার মিষ্টি সুবাসে মুগ্ধতা খুঁজো না
আমার লাল ,গোলাপী, সাদা ঠোঁটের
ভাঁজে ভাঁজে মধুর স্বাদ নেই।
আমার শিরা উপশিরায় অলিয়েন্ডারের সম বিষ,
শরীরে স্পর্শ করলে জ্বালা যন্ত্রণা ছাড়া কিছু পাবে না।
আমাকে সুধা ভেবে পান করতে চাইলে মৃত্যু অনিবার্য,
তাই আমার থেকে দূরে থাকো অনেক দূরে।
বসন্ত প্রেমে বিভোর হয়ে আমাকে ফুলদানিতে
সাজিয়ে রাখার কথা ভেবো না,
কারণ আমি ফুলদানিতে রাখা জলকেও বিষে
পরিণত করে দেব না চাইলেও,
হাইড্রেনজিয়া সুন্দর নীলে মুগ্ধ করতে পারে দূরে থেকে,
কাছে যেতে ভই পায়, তাইতো ঝোর জঙ্গলের গুলম হয়ে জন্মে,
আমি সেই হাইড্রেনোজিয়া দূরে থাকতে পছন্দ করি।
আমি হাজার চাইলেও কারোর ঘরের ফুলদানিতে
গোলাপ হয়ে সাজতে পারবো না,
আমি সারাজীবন মোহিনী মায়ায় শুধু নিজেকে
সাজিয়ে অপরের দৃষ্টি আকর্ষণ করে মুরছে যাবো,
কারণ আমি তো বিষবৃক্ষ , সৌন্দর্য্য সবাই অনুভব
করতে পারে, কাছে টানেনা কেউ মৃত্যু ভয়ে,
তাই আমার থেকে দূরে থাকো হাজারো মাইল দূরে।