জিল্লুর রহমান জয় : রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক শিক্ষক কবি ছড়াকার জিএম হারুন মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর এর সভাপতি জি এম হিরুর বড়ভাই বিশিষ্ট লেখক জি এম নঈম উদ্দিন (জি এম হারুন) গত সোমবার দিনগত রাত অনুমান সাড়ে ১০টায় রাজশাহীতে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
তাঁর বড় জামাতা রাজশাহী কেশরহাট মহিলা কলেজের অধ্যক্ষ তাজুল ইসলাম জানান, মৃত্যুর আগে রাজশাহীর কেশরহাটে তাঁকে কবরস্থ করার অসিয়ত করে যাওয়ায় মঙ্গলবার সকাল ১০টায় জানাজার নামাজ শেষে তাঁর দাফন কাজ সম্পন্ন করা হয়েছে। কবিতা ছড়া উপন্যাস গল্প মিলিয়ে তাঁর ১০০টির বেশি গ্রন্থ রয়েছে। সব্যসাচী এই লেখকের জন্ম বগুড়া হলেও চাকরীর সুবাদে তিনি রাজশাহী মহানগরীতে বাস করতেন।