কনের সাজে হাজির বুবলী

বেবি বাম্পের ছবি প্রকাশের পর আলোচনায় ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী। তবে বিয়ে ও সন্তান বিষয়ে কোনো কিছু খোলাসা করেননি তিনি। সময়-সুযোগ হলে দ্রুত সব বিষয়ে কথা বলবেন বলেও জানিয়েছেন এ অভিনেত্রী।

এর মধ্যে এবার কনে সাজে হাজির বুবলী। পরনে লাল শাড়ি, কপালে টিকলি, হাত-গলাভর্তি গয়নার সাজ। এমন সাজে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে একটি ভিডিও নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করেছেন তিনি।

jagonews24

জানা গেছে, ভিডিওটি একটি ব্রাইডাল ফটোশুটের। এতে বিয়ের সাজের পাশাপাশি পার্টি সাজেও দেখা গেছে আলোচিত এ অভিনেত্রীকে। প্রায় চারমাস আগে একটি ফ্যাশন হাউজের জন্য ফটোশুটটি করেন বুবলী। এ সম্পর্কিত কিছু ছবিও ম্যাগাজিনে ছাপা হয়েছিল।

jagonews24

তবে হঠাৎ পুরোনো ভিডিও কেন প্রকাশ্যে আনলেন বুবলী, তা নিয়ে প্রশ্ন করছেন এ অভিনেত্রীর ভক্তরা। পুরোনো ভিডিও শেয়ার করে কী বার্তা দিলেন বুবলী, তা নিয়ে চলছে আলোচনা।

বর্তমানে জাকির হোসেন রাজু পরিচালিত ‘চাদর’ সিনেমার শুটিং করছেন বুবলী। রাজধানীর বিভিন্ন লোকেশনে চলছে শুটিং। এ সিনেমায় বুবলীর নায়ক সাইমন সাদিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *