কনকনে শীতের সকালে দুঃস্থদের শীতবস্ত্র দিচ্ছেন কাউন্সিলর সুমন

জিল্লুর রহমান জয়: গত এক সপ্তাহ থেকে রাজশাহী জুড়ে বইছে শৈত্যপ্রবাহ। বিকেল নামার সাথে সাথে রাত পেরিয়ে পরদিন সকালে দেখা মিলছে ঘন কুয়াশার দেখা আর কনকনে শীত। কনকনে শীতে সকল শ্রেণীর মানুষের বেড়েছে দুর্ভোগ। সবচেয়ে বেশী দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ। প্রচন্ড শীতে সকাল হওয়ার সাথে সাথে যখন এসব মানুষ কর্ম ব্যস্ততায় ছুঁটে যাওয়া শরীরে শীত নিবারনের জন্য থাকে না মোটা কাপড় যা নজর কাড়ে যে কারো ।

শহরের এসব নিম্ন আয়ের মানুষের দুর্ভোগে তাদের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী মহানগরীর ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন। প্রতিদিন কাকডাকা ভোরে ফজরের নামাজের পর এলাকার বিভিন্ন রাস্তায় গিয়ে বয়স্ক ও দুঃস্থদের শরীরে শীত নিবারণের জন্য নিজ হাতে কম্বল, চাদর ও মোটা কাপড়ের পোশাক পরিয়ে দিতে দেখা যায় তাকে ।

প্রতিদিন সকালে ওই ওয়ার্ডের কোথাও না কোথাও এমন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তিনি। এসব শীত বস্ত্র পেয়ে খুশিও হচ্ছেন দুঃস্থরা।

কাউন্সিলর তৌহিদুল হক সুমন বলেন, শীত আসলেই নিম্ন আয় ও গরীব দুঃস্থদের কষ্ট বেড়ে যায়। খুব সকালে এসব মানুষ যখন জীবিকার তাগিদে ছুঁটে যায়, তখন তাদের পরনে তেমন মোটা পোশাক দেখা যায় না। মানুষের সেবা করার মন মানসিকতা থেকেই আমি আমার পক্ষ থেকে তাদের জন্য কিছু শীত বস্ত্র তাদের মাঝে তুলে দিচ্ছি। এতে তাদের কিছুটা হলেও শীত লাঘব হবে । আাগামী দিনেও এভাবে সেবা করে যেতে চাই বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *