কক্সবাজারের ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪

কক্সবাজারের উখিয়ায় কক্সবাজার-টেকনাফ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও  একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার সকালে রাজাপালং ইউনিয়নের হিজলিয়ায় ট্রাক ও সিএনজির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের উত্তর বড়বিল এলাকার জয়নাল উদ্দিনের স্ত্রী সলিমা খাতুন (৪৫), একই এলাকার অটোরিকশা চালক গুরামিয়ার ছেলে আনোয়ারুল ইসলাম ও রামু উপজেলার মেরুল্লা এলাকার মৃত মনিদ্র ধরের ছেলে বিধুধর (৫২)। অন্য নিহত ১ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

আহত ব্যক্তি রামু গর্জনিয়া এলাকার নুরুল আলমের ছেলে হাবিবুল্লাহ ( ৩০)। সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। তিনি জানান, কক্সবাজার-টেকনাফ মহাসড়কে রাজাপালং ইউনিয়নের হিজলিয়ায় ট্রাক ও সিএনজির সংঘর্ষে সিএনজির তিন যাত্রী নিহত হন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের লাশ উদ্ধার উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *