পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে করা মামলার জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে। আদালত তাকে আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত জামিন দিয়েছেন। গত ২০ আগস্ট এক জনসভায় ইসলামাবাদের পুলিশ প্রধান ও বিচার বিভাগের একজন নারী বিচারককে নিয়ে মন্তব্যের জেরে ইমরান খানের বিরুদ্ধ ওই মামলা দায়ের করা হয়। মামলার প্রথম শুনানি হয় ২৫ আগস্ট।
ওইদিন আদালত ইমরান খানকে ১ সেপ্টেম্বর পর্যন্ত জামিন দেন। এরপর আদালত ১২ সেপ্টেম্বর পর্যন্ত জামিনের মেয়াদ বাড়ায়। সোমবার ফের শুনানিতে আদালত তার জামিনের মেয়াদ বাড়াল। আগামী ২০ সেপ্টেম্বর উভয়পক্ষের যুক্তিতর্ক শুনবেন আদালত। সূত্র: আল জাজিরা