ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের নানা পর্যায়ে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছেছে জাতিসংঘের তদন্তকারীরা। তারা বেসামরিক এলাকায় রাশিয়ার বোমা হামলা, হত্যা, নির্যাতন ও যৌন সহিংসতার তথ্যও নথিবদ্ধ করেছেন।
জাতিসংঘের ৩ স্বাধীন বিশেষজ্ঞের একটি দল ২৭টি শহর ও বসতিতে ভ্রমণ করেছেন। কিয়েভ, চেরনিহিভ, খারকিভ ও সুমি এই চার অঞ্চলের কবরস্থান, ডিটেশন (বন্দিশালা) কেন্দ্র ও নির্যাতন কেন্দ্রও তারা পরিদর্শন করেছেন।
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে তদন্ত দলের প্রধান এরিক মোস শুক্রবার বলেন, ‘জমাকৃত তথ্যের ভিত্তিতে কমিশন এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, ইউক্রেনে যুদ্ধাপরাধ সংঘটিত হয়েছে।’ তদন্তকারীদের দাবি, রাশিয়ার সেনারা ইউক্রেনের বিস্তৃত এলাকাজুড়ে বিস্ফোরক অস্ত্র ব্যবহার করেছে।
এছাড়াও তারা অবৈধভাবে বন্দিদশায় থাকা ইউক্রেনীয়দের ওপর অত্যাচার চালিয়েছে। বলা হয়েছে, রুশ সেনারা বন্দিদের বেধরক পিটিয়েছে, ইলেক্ট্রিক শক দিয়েছে, কাউকে নগ্ন হতেও বাধ্য করেছে। এছাড়াও অনেককে জোর করে রাশিয়া নিয়ে যাওয়া ও অনেককে গুম করে দেওয়ার অভিযোগও আছে রুশ সেনাদের বিরুদ্ধে।
সূত্র: আল জাজিরা