মুশফিকুর রহিম চোটে পড়েছেন। ফিটনেস নিয়ে কাজ করতে গিয়ে আজ শনিবার চোটে পড়েছেন এই উইকেট কিপার ব্যাটার। শেরেবাংলা স্টেডিয়ামের জিমনেসিয়ামে বাম হাঁটুর নিচে আঘাত পান মুশফিক। লেগেছে ছয়টি সেলাই। বিসিবির মেডিকেল বিভাগের সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, সুস্থ হতে মুশফিকের ১৪ দিনের মতো সময় লাগবে।
প্রতিদিনের মতো আজও মাঠে এসেছিলেন মুশফিক। আগামী ১০ অক্টোবর থেকে জাতীয় ক্রিকেট লিগের খেলা শুরু। রাজশাহী বিভাগের হয়ে জাতীয় লিগের সব রাউন্ড খেলবেন বলে বিসিবিকে জানিয়েছিলেন তিনি।