স্টাফ রিপোর্টার : রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশনের (রেডা) নেতৃবৃন্দ রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান জিয়াউল হকের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার দুপুরে রেডার নেতৃবৃন্দ আরডিএ’র চেয়ারম্যানের দপ্তরে এ সাক্ষাত ও মতবিনিময় সভা করেন। শুরুতে রেডার পক্ষে আরডিএ’র চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় আরডিএ’র চেয়ারম্যান জিয়াউল হক বলেন, আমি রাজশাহীর মানুষ। এই রাজশাহীর জন্য আমার দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধাতা থেকে আমি রাজশাহীর উন্নয়ন করতে চাই। আরো উপস্থিত ছিলেন, রেডার সভাপতি ও মেসার্স রহমান ডেভেলপার্স এসোসিয়েটের ব্যবস্থাপনা পরিচালক তৌফিকুর রহমান লাভলু, সাধারণ সম্পাদক ও আল-আকসা ডেভেলপার প্রাইভেট লিমিটেডের ব্যববস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজি, সহ-সভাপতি হুসাইন আলী, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, তথ্য সম্পাদক এসএম সিহাব পারভেজ, প্রচার সম্পাদক আক্তারুল হুদা রুমেল, সদস্য কবীর হোসেন ও মোস্তাফিজুর রহমান প্রমুখ।