আরএমপির উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত

জিল্লুর রহমান জয়: বর্ণিল আয়োজনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে উদ্যাপিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে ২০২২। এবারের প্রতিপাদ্য ছিলো ”কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃঙ্খলা সর্বত্র”। শনিবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম এর উদ্যোগে নগরীর আলুপট্টি থেকে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

পরে রাজশাহী কলেজ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠান, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, নারী, যুবক এবং বৃদ্ধের মাঝে হুইলচেয়ার বিতরণ ও রাজশাহী কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভার অয়োজন করা হয়। পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক এর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রফেসর ড. মো: আব্দুল খালেক, আহ্বায়ক, রাজশাহী মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি।

উদ্বোধন শেষে আরএমপি’র পক্ষ থেকে ১০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, নারী, যুবক এবং বৃদ্ধের মাঝে হুইলচেয়ার উপহার প্রদান করা হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্যে পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, নারী নির্যাতন, জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনের পাশাপাশি সাইবার অপরাধ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

প্রধান অতিথি তার বক্তব্যে মহান মুক্তিযু্দ্েধ পুলিশের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা তুলে ধরেন। আরো বক্তব্য রাখেন, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদার, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল,

রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমুখ। আরো উপস্থিত ছিলেন আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, কমিউনিটি পুলিশিং ও স্টুডেন্ট কমিউনিটি পুলিশিংয়ের ৭০০ এর অধিক সদস্যবৃন্দ। দিনটি উপলক্ষে বিকেল ৩ টায় আরএমপি পুলিশ লাইন্স মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *