আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি: শাবনূর

চলচ্চিত্রের কাজে দীর্ঘদিন নেই ঢাকাই সিনেমার এক সময়ের দাপুটে চিত্রনায়িকা শাবনূর। একমাত্র সন্তান আইজান নেহানকে নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে স্থায়ীভাবে বাস করছেন তিনি। সেখান থেকে শুভাকাঙ্ক্ষীদের বিভিন্ন বিষয়ে সামাজিকযোগাযোগ মাধ্যমে লেখেন। বিভিন্ন সময় ভিডিও বার্তা দেন শাবনূর। বুধবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‌‘আমি মৃত্যুর স্বাদ গ্রহণ করেছি’। ওই পোস্টের নিচে তার শুভাকাঙ্ক্ষী ভক্তরা কমেন্টস করছেন। সেসব পোস্টের কোনো উত্তর দিচ্ছেন না শাবনূর।

jagonews24

পথিক সবুজ নামে এক ভক্ত কমেন্ট করেছেন, ‘আল্লাহ্ কি বলো? কী হইছে প্রিয় মানুষটার!’ নীল অভ্র নামে একজন মন্তব্য করেছেন, ‘যদি পুনর্জন বলে কিছু থেকে থাকতো তবে আমি তোমায় অভিশাপ দিতাম, তুমি আমি হয়ে জন্মাও তোমায় ভালোবেসে বোকা হয়ে যাওয়া, তোমার ভালোবাসার জন্য দিশেহারা মানুষটা হয়ে জন্মাও। মহান আল্লাহ্ সহায় হন’।

এনাম রাজু লিখেছেন, দুঃখজনক ব্যাপার-স্যাপার! ওমর আল ফারুক মন্তব্য করেছেন, ‘আল্লাহ সকল বিপদ থেকে মুক্ত রাখুন।’ হঠাৎ কী হয়েছে জানতে থেকে শাবনূর কাছের মানুষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কিছুই জানাতে পারেননি। তবে তারা বলছেন তারাও বিষয়টা ফেসবুকে দেখেছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *