সাকিব আল হাসান কি সংবাদ সম্মেলনে কিছু গোপন করে গেলেন? বৃষ্টির পর আম্পায়াররা ভেজা আউটফিল্ডেই খেলা শুরু করতে চাইলে বাংলাদেশ অধিনায়ককে আম্পায়ারের সঙ্গে অনেকটা সময় তর্ক করতে দেখা যায়। দলীয় সূত্রে জানা গেছে, সাকিব ভেজামাঠে খেলতে চাইছিলেন না। কিন্তু আম্পায়াররা ভেজা আউটফিল্ডের বিষয়টি আমলে আনেননি।ম্যাচের পর সংবাদ সম্মেলনে সাকিবের কাছে জানতে চাওয়া হয়েছিল, আসলে কী ঘটেছিল তখন? আম্পায়ারের সঙ্গে কী কথা হয়েছে? ভেজামাঠে খেলতে চান না, এই ব্যাপারে আম্পায়ারকে কি রাজি করাতে চেয়েছিলেন?
এমন প্রশ্নে সাকিবের কৌশলী উত্তর, ‘আমার কি ক্ষমতা আছে আম্পায়ারদের কোনো কিছুতে রাজি করানোর!’ পরে সাকিব জানালেন, তেমন কোনো কিছু নিয়ে তর্ক হয়নি। টাইগার অধিনায়কের দাবি, ‘আম্পায়ার দুই অধিনায়ককে ডেকেছিলেন। তারা আমাদের জানাচ্ছিলেন আমাদের পরিবর্তিত লক্ষ্য কী, পরিবর্তিত নিয়ম কী। আমাদের কত ওভার আরও খেলতে হবে এবং আমাদের লক্ষ্য কী হবে। এটুকুই।’
ভেজা আউটফিল্ডে খেলানোর সিদ্ধান্ত কি ঠিক ছিল? এমন প্রশ্নও কৌশলে এড়িয়ে যান সাকিব। বলেন, ‘আমাদের ড্রেসিংরুমে কেউ এটা ঠিক নাকি বেঠিক, এটা নিয়ে আলোচনা করিনি। আমরা খেলতে চেয়েছি, আমরা জিততে চেয়েছি। সকলে তাদের সেরা চেষ্টা করেছে।’ ভেজামাঠে রান নিতে গিয়ে লিটন দাসকে দুইবার পিছলে পড়ে যেতেও দেখা যায়। তবে সাকিব এসব নিয়ে অজুহাত তুললেন না। টাইগার দলপতির কথা, ‘৫ ওভারে ৫২ রান, হাতে ৮ উইকেট; এ রকম কন্ডিশনে আমাদের এটি করে ফেলা উচিত ছিল। আমাদের যেমন ব্যাটিং লাইনআপ ছিল, আমি বিশ্বাস করছিলাম যে আমরা ওই রান তাড়া করতে সামর্থ্যবান ছিলাম। দুর্ভাগ্যজনকভাবে হয়নি।’