আমার অনেক টাকা চাই : শ্রীলেখা

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নিজের অভিনয়জীবন এবং সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত ভক্তদের সান্নিধ্যে থাকার ফলে তাকে নিয়ে অনুরাগীদের আগ্রহ যথেষ্ট বেশি। নিয়মিত আলোচনায় থাকেন এই অভিনেত্রী।  বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে নিজের মনের কথা শেয়ার করেন তিনি। এবার নিজের আরেকটি ইচ্ছার কথা জানালেন অভিনেত্রী। রবিবার (৩০ অক্টোবর) ফেসবুক আইডি থেকে নিজের একটি বিশেষ ইচ্ছার কথা জানিয়ে শ্রীলেখা লিখেছেন, ‘অনেক টাকা চাই! অডি বা মার্সিটিজ কিনব না। একটা জমি কিনে আশ্রয় বানাব উদ্ধারকৃত মানুষের সাহায্যের জন্য। ’

kalerkantho

এরপর নিজের সততার কথা উল্লেখ করে অভিনেত্রী লেখেন, ‘ভগবান একটু অসৎ বানালে এত দিনে হয়ে যেত। সৎপথে টাকা হয় না। ’ নিজের ইচ্ছাপূরণে জোর দিয়ে অভিনেত্রী আরো লেখেন, ‘মরে যাওয়ার আগে এটা আমাকে করতেই হবে। ’ শ্রীলেখার পোস্টে তাঁর শুভাকাঙ্ক্ষীরা সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘ডোনেশন তোলো। আমরা আছি। আর কেউ সাহায্য না করলেও সৃষ্টিকর্তা করবে। ’

kalerkanthoশ্রীলেখা মিত্র

অপর একজন লিখেছেন, ‘এসব কাজ একার টাকায় হবে না। যারা সমমনস্ক, তাদের একত্র করে কাজটা করতে হবে। কারণ জমি বা শেল্টার হলেই কাজটা শেষ হবে না। তাদের প্রতিদিন এর খাওয়া ও যত্নের খরচটা কিন্তু চলতেই থাকবে। ’ অন্য এক অনুরাগী লিখেছেন, ‘দিদি, তুমি উদ্যোগ নিলে আমরা সবাই থাকব। এত সুন্দর কাজে এক শতাংশ সাহায্য করতে পারলেও ধন্য হব। ’

সম্প্রতি পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ (টেট) ইস্যুতেও সরব ভূমিকা রাখছেন শ্রীলেখা মিত্র। আন্দোলনকারীদের সমর্থনে রাজপথে নেমে এসেছিলেন তিনি। রাস্তায় মিছিল-মিটিংও করেছেন। এ ছাড়া অসহায় নারী, শিশু ও প্রাণীদের প্রতি শ্রীলেখার মমতা সব সময় চোখে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত বিভিন্ন বিষয়ে প্রতিবাদ ও মতামত জানান অভিনেত্রী। ভালো কাজে উপস্থিত থাকা ও সমর্থন দেওয়ার বিষয়ে শ্রীলেখার বরাবরই সুনাম রয়েছে টলিউডে। ভক্তরাও অভিনেত্রীর সামাজিক কার্যক্রমের প্রশংসা করেন নিয়মিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *