আফগানিস্তানে ভূমিকম্পে আটজন নিহত হয়েছেন। সোমবার সকালে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে এই হতাহতের ঘটনা ঘটে। মৃত্যুর সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের বরাতে রয়টার্সের খবরে বলা হয়েছে, জালালাবাদের কাছে পূর্বের একটি শহরে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
আঞ্চলিক গভর্নরের মুখপাত্র মৌলভি নাজিবুল্লাহ হানিফ বলেন, রবিবার রাতে কুনার প্রদেশে ভূমিকম্পে আর্থিক ক্ষতি এবং মানুষের প্রাণহানি ঘটেছে। মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলেও জানান তিনি। আফগানিস্তানের দুর্যোগ মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ নাসিম হাক্কানি বলেন, প্রাথমিক প্রতিবেদনে ৬ জন নিহত ও ৯ জনের আহতের খবর পাওয়া গেছে।