ইসলাম গ্রহণ করেছেন বয়স্ক এক সুইস দম্পতি। আজানের ধ্বনি ও মুসলিম প্রতিবেশীদের আচরণে মুগ্ধ হয়ে শান্তির ধর্মে আশ্রয় নিলেন তারা। গত শুক্রবার তুরস্কের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মুলার ফেতিহাতে আনুষ্ঠানিকভাবে ইসলামে প্রবেশ করেন ওই দম্পতি। ফেতিহাতে তারা গত পাঁচ বছর ধরে বসবাস করছিলেন। তুর্কি সংবাদমাধ্যম টিআর এজেন্সি জানায়, ইসলাম গ্রহণকারী স্বামী-স্ত্রীর নাম যথাক্রমে জিন পিয়ের কের্ন (৭৬) ও ফ্রাঙ্কোইস গ্যাব্রিয়েল পার্থ (৬২)।
কের্ন একজন অবসরপ্রাপ্ত সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার এবং তার স্ত্রী পার্থ অবসরপ্রাপ্ত নার্স। এদিন তাদের ইসলাম গ্রহণ উপলক্ষে মুলার দারুল ইফতায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রাদেশিক মুফতি শায়খ কামিল আওকাতি। কালিমা পড়ে ইসলাম গ্রহণের সাথে সাথেই এই দম্পতিকে অভিনন্দন জানান শায়খ কামিল আওকাতি ও উপস্থিত মুসল্লিরা।
ইসলাম গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে সুইস দম্পতি বলেন, ‘আমরা আকাঙ্ক্ষা করতাম, ইস যদি আমরা মুসলিম হয়ে জন্মগ্রহণ করতাম!’ তারা বলেন, ‘যখন আমরা ইসলামকে দেখলাম। আমরা সিদ্ধন্ত নিলাম যে, আমাদের বাকি জীবন মুসলিম হয়ে কাটাব।’ কালিমা পড়ার পর এই দম্পতি তাদের নামও বদলে ফেলেছেন। তাদের নতুন নাম এখন জিন পিয়ের কের্ন থেকে হাসান এবং ফ্রাঙ্কোইস গ্যাব্রিয়েল পার্থ থেকে গামজাহ। সূত্র : টিআর এজেন্সি আরবি